কমিউনিটি রেডিও বড়াল এ সংবাদ প্রকাশের পর খাদ্য সহায়তা পেল চকরাজাপুরের পানিবন্দী মানুষ
গত ১৭ ও ২০ আগস্ট বাঘা উপজেলার পদ্মা নদী বেষ্টিত চকরাজাপুর ইউনিয়নের বন্যা পরিস্থিতি ও নদীভাঙন নিয়ে সংবাদ প্রচারের পাশাপাশি দুইটি সচিত্র প্রতিবেদন প্রচারিত হয় কমিউনিটি রেডিও বড়াল এর ইউটিউব চ্যানেলে। প্রতিবেদন দুটিতে ফুটে উঠে পানিবন্দী মানুষের যাপিত জীবন।
সেই প্রতিবেদন দেখে মানবেতর অবস্থায় বসবাস করা পরিবারগুলোর সাহায্যে এগিয়ে আসেন রেনেসাঁস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নর্থবেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড এর পরিচালনা পর্ষদ ও কয়েকজন দর্শক-শ্রোতা বন্ধু। রেডিও বড়াল কে তার শ্রোতাসংঘের মাধ্যমে বন্যার্ত মানুষদের কাছে পৌঁছানোর জন্য এঁরা ত্রাণ সহায়তা দেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ২০ আগষ্ট খাদ্যসামগ্রী ও ঔষধ-পথ্য বাড়ি বাড়ি গিয়ে গিয়ে পানিবন্দী একশত বিশটি পরিবারের কাছে পৌঁছে দেয় কমিউনিটি রেডিও বড়াল এর সম্প্রচারকর্মী ও শ্রোতাসংঘের স্বেচ্ছাসেবীরা। এখানে উল্লেখ্য যে, এর মধ্যে একশতটি পরিবারের ত্রাণসামগ্রীর জন্য সহায়তা দিয়েছেন নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য ছিল ৫ কেজি চাল, ১ লিটার ভোজ্য তেল, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট আটা, ১ কেজি চিড়া, ১ প্যাকেট বিস্কিট, ১ প্যাকেট মুড়ি ও পূনরায় ব্যবহারযোগ্য কন্টেনারে ৫ লিটার করে বিশুদ্ধ পানি। এ ছাড়াও পানিবন্দী অবস্থায় বানভাসি মানুষের স্বাস্থ্যসেবার জন্য প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ৫ পাতা স্যালাইন, ১ পাতা প্যারাসিটামল ট্যাবলেট ও ১ পাতা হিস্টাসিন ট্যাবলেট।
কমিউনিটি রেডিও বড়াল সম্প্রচারে আসার আগে মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবকদের নিয়ে এবং সম্প্রচারে আসার পর থেকে শ্রোতাসংঘদের সাথে নিয়ে বিভিন্ন সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।