UTHAN BOITHOK
Place:
Event Date: 2021-11-12

৮ ই মার্চ সারা বিশ্বের নারীদের জন্য ছিল অন্য সব দিনের চেয়ে একটু ভিন্ন, একটু বিশেষ। সেই বিশেষ দিনে রেডিও বড়াল এবং #GTMoringa গ্রামীন নারীদের সাবলম্বী করার প্রত্যয় নিয়ে আয়োজন করেছিল বিশেষ উঠান বৈঠক। এসময় সেখানে উপস্থিত ছিলেন, রেডিও বড়ালের সহকারী স্টেশন ম্যানেজার মাসুদ রানা,সহকারী সংবাদ প্রযোজক মিনহাজুল ইসলাম,হরিপুর শ্রোতা সংঘের আহব্বায়ক তুহিন রাজ এবং শ্রোতা সংঘের সদস্য শিমুল। দিনটি হয়তো বিশেষ হয়েই থাকবে রেডিও বড়ালের সম্প্রচার এলাকার মানুষদের জন্য। অপেক্ষা করুন নতুন কিছু আসছে। সাথেই থাকুন এ যাত্রায় আপনাদের সাথে নিয়ে অনেক দূর যেতে চায় #রেডিও বড়াল।